আমি আছি, আমি রইব,
বুকের মধ্যে জ্বালা ক্যামনে সইব।  

বন্ধু রে..
নিশি রাতে  মনে পড়ে
ভাসে স্মৃতি চোখের পাড়ে

ঘুম  আসে না, অশ্রু সিক্ত বালিশে
কোন সে আলো নিভেছে সাজে


আশা জাগে, জাগে মনে মনে
মন তো আর মানে না না।  

ও বন্ধু, বন্ধু রে...
আর পারি না, পারি না
তোমার বিরহ জ্বালা সইতে রে  ..

কবে আসবে, কবে পাবো  দেখা
মন তো আর মানে না সখা

রেখো না তো অভিমান
দাও ভালোবাসার প্রতিদান