আমার ভালোবাসা তোমার হৃদয়ের প্রশান্তি,
তোমার সুখের জন্য আত্মা উৎসর্গ করি।
বিশাল পৃথিবীতে, আমার মত বাসবে না ভালো আর কেউ
তোমার ভালোবাসা পাওয়ার ব্যাকুলতা
এটি অত্যন্ত অদ্ভুত, ঘুমহীন আনন্দময়,
সবই তোমার জন্য।
প্রতি ক্ষণ, আমার হৃদয় তোলে ঝড় ,
প্রতি রাতে,বুকে চাপে বিশ্বের ভালোবাসার কষ্ট।
ও আমার প্রিয়, চলো এক হই,
একে অপরের অস্তিত্বে হারিয়ে যাই।
আমার মনে শুধু তোমার ভাবনা
এই মন আর কিছুই বোঝে না,
হই যাবো পৃথিবীতে মূল্যহীন
যদি তোমার ভালোবাসা না পায় ।
ও আমার প্রিয়, চলো এক হই,
একে অপরের অস্তিত্বে হারিয়ে যাই।