এক বৃষ্টিভেজা দিনে তোমার বুকে জায়গা পেয়েছিলাম
পরম আদর আর মালিবাগের ধূলি স্বাগতো জানিয়েছিলো সেদিন
হাত পা মুছে যখন একটু ফ্রেশ হয়ে তোমার দিকে তাকিয়ে ছিলাম তখন উত্তরের বাসায় গজানো বটগাছের ডালে দেখেছি দুটি কাক বসে আছে
আর আমি সেদিন থেকে তাদের পরম বন্ধুতে পরিণত হয়ে গেলাম
গেলো বৃষ্টি, শরতের কাশফুলে যেদিন উত্তরের সাইবেরিয়া হাওয়া দোলেছিলো
সেদিনও তাদের সাথে আমার দেখা, দক্ষিণের বারান্দায়
আমার সেদিন থেকেই আরেকজন বন্ধুর সাথে দেখা
সেই যে চড়ুই দম্পতি
কিচিরমিচির আর বাসা খোঁজার ধান্ধা ছিলো তাদের
পূর্বের বারান্দার কর্ণারটা দিয়ে দিলাম
কী আনন্দ নিয়ে তারা ঘরসংসার শুরু করলো তার বর্ণনা যদি দিতে পারতাম খুব ভালো লাগতো
থাক, তারা সুখে থাকুক
উত্তরের ব্যালকনিতে রেখে আসলাম টাইমফুলের ছোট্ট একজোড়া বাগান
খুব সকালে টুথব্রাশ হাতে তাদের সাথে জমে যেতো
সেই অফিস যাবার তাড়া থাকলেও
কোনদিন তাদের সৌন্দ্যর্যে বিভোর না হয়ে বের হতে পারিনি আমি
এই সব ছেড়ে আজ আমাকে ফিরতে হলো
আমি ফিরলাম