এই গাঁও গেরামে সন্ধ্যা আসার বহু আগেই লাল সূর্য ডুব দিয়ে যায়
পড়ে থাকি সবুজবনে, লহরীর খাল বরাবর, যেখানে গোলাব শিং খাড়াতে সেই ছোটবেলা কত চিংড়ি আর খেচুইর তুলেছি দুহাত ভরে

মুহুর্তেই চিন্তার ক্যানভাসজুড়ে চলে আসে শৈশব
উদলা বন, রাখাল মাঠ, ষাড় পাগল করা কোন ডেকির দৌড়
বাছুরবাড়ি জঙলার ভেতর প্রথম প্রেমের পাঠ
সেই ফুটবল খেলা, যার ঘোর কাটার জন্য দীর্ঘ সময় বের হতে পারিনি বাড়ি থেকে
সেই ফনা তুলা বাড়িরাখাল সাপ, যার দেখা পাইনি কতদিন

গাছগাছালি কেটে কেটে বাড়ির সৌন্দর্য বাড়লো
কেবল হারালো আমার শৈশবের সকাল-বিকাল
পুকুরের জল ছুঁয়ে থাকা দ্রুপদী কৈশোরের হল্লা
সব হারালেও ব্যাকুল স্মৃতিসবুজ, স্বচ্ছজলের রেখা

লহরী
১৫ অক্টোবর ১৮