তোমাকে খুজে নিতে হবে নিভৃতে;
যে নিরবতা এতদিন তুমি অগ্রাহ্য করে এসেছো সদর্পে,
যে বিক্ষুব্ধ সমাজ তুমি রেখে গেছো তার বাতাবরণ তোমাকে টেনে নিয়ে যাবে অষ্টাদশীতে,
তুমি মনে রেখো আসমানি বালা আর জমিনের খেলা সমূখে নিদারুণ করুণায় হাহাকার করবে,
এক চিলতে কর্দমা মেখে তুমি নিরুত্তাপে জ্বলবে নম নম,
ঊষালগ্নে যে প্রভাত রিনিঝিনি আওয়াজ তুলবে তা সে তোমারি দান!
আশ্রয় খোজ শুধু সমস্ত দিবসের একান্ত ক্রন্দনোন্মুখে।।
দূর্বামাল্য জড়ায়ে যে জ্বালামূখী কাঠগোলাপ
তা ঝরে পড়ুক তোমার চরণ ধুলায়।