এই শীতে কেন ডাকলে
আমি তো আসতে চেয়েছিলাম কোন এক শোভিত বসন্তে কৃষ্ণচূড়া হাতে,
অথবা ঘন বরষায় কদম ফুলে ফুলে।
কোন এক ভোরে কলকাকলিতে জেগে উঠবে আমার শ্রাদ্ধ পর্বের খোয়াব,
সেই খোয়াব কলাপাতায় আমার রাতের সুবাস হয়ে তোমার কপোলে জীবন্ত হবে,
আমি জমাতে থাকি বেদনা আর অশ্রু
তোমরা জমাতে থাকো হাসি আর উল্লাস,
আমি সায়রে ডুবন্ত নির্বাক অভিবাসী।।