খুব সহজে আমি ভূমিষ্ট হই বারেবার একেলা নিশব্দ আধারে
জোনাকির আলো যেখানে মিটিমিটি নিরবতার সায়রে
আকাশের শেষে চিটচিটে রোদ্দুরে ঝিকিমিকি পাহাড়ি ফুলে ফুলে!!!
দিগন্তের এক ফোটা বরষায় তখন স্বপ্নেরা বিভোর আমবশ্যার চাঁদে,
হিম শীতল কুয়াশার চাদরের ভোর রিনিঝিনি পায়
শিশিরে ভেজা শিউলি কুড়ায়ে লহ শিশিরকন্যা তুমি।।
কি হাওয়ায় হাওয়ায় দুলানো মাধবীলতায়
ভুল করে আসি বারেবার এ শিউলীতলায়,,
ছল করে দেখা অনিশেষ দিগন্তের শেষ প্রনয়।।