যে রাতে নীল আসমানে ধ্রুবতারারা দুলবে মিটিমিটি,
যে রাতে জোৎস্নায় পবিত্র হবে ধরনীতল,
যে রাতে লক্ষ্মী পেঁচা ডেকে যাবে আমার দুয়ারে,
সে রাত আমি উৎসর্গ করবো তোমার নিঃস্ব বেলাকে।
নির্বাক চাহনির শুভ্রাতাময় বসন্তের ওষ্ঠে।
....
যে পুষ্পমাল্য অনাদরে নিমজ্জিত হয় ইরাবতী তীরে,
তাহাকে নিবেদন করিব করুণার চরণে,
দান করিব বিধাতার অকলুষ বসন্তি সৃজনে,
ঘোর লাগা নিরবতা ছড়িয়ে পড়ুক পদ্মকাননে।।