রোদেলা রোদ আমায় চুপটি করে একটু ছুয়ে দিও, বাতাসের সুবাসিত বনফুলে কি লহরী রটে গেলো
কি বাসনা প্রিয় আর জনমে এই বাসন্তি কুশনে,
আসিও স্বপনে গোপনে গোপনে,
যবে মাধবী গগনে ছড়িয়ে দিলাম তোমার পরশের ফুল বিছিয়ে দিলাম হিয়ার রজনী তুল,
প্রণয়ের বিষ বিধিলো সখি তোমার খোপার ফুলে গো, মোর হিয়ার আকরে রচিতে আকুল হিয়ায় নিপতরু বনে মনে মনে...
দিবস রজনী যবে যেথা তুলিয়া দিলাম তোমার কানন বাহে গো,
গগনের প্রান্তে প্রান্তে ক্ষম মোরে ক্ষম হে নিজন্ত বাসিনী..।।