কালবেলা করে শত শত ফুল ঝরে গেলো,
জানিনা কোন ভুলে এ দীর্ঘশ্বাস ছড়িয়ে পড়লো,
অনেক দূরে চলে গেলে কি দুঃসাধ্য হতো জানিনা,
জীবনে অনেক কিছুই শূন্য রয়ে গেলো।
আমার ব্যাথায় আমি জনমের তরে বাধিলাম,
যদি হতাম কোন নির্মলা আকাশের শ্যাম,
আগুনের ফুল্কি হয়ে কেন বাতাসে জড়ালাম,
চরণের ধ্বনি শুনি মনের তৃষিত আকাশে,
কাঁদি আমি আকুল হয়ে অমৃত সুধা পানে,
হারিয়ে যাবো মেঘ মালিকায় ছড়ায়ে আনায় সুবাস,
প্রিয় চাঁদের আলোয় ভরিয়ে এ চাঁপাবন
আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি কতো ফুলের ভুলোমন,
তোমার লাজনত নয়নে এ আমার কাজলের তিলক।।