পথের নিরবতা নিঃস্তব্ধতার ছড়িয়ে থাকা কথায়......
....শিউলি ফোটা ভোরের স্বর্ণাভায়
বেদনার নীল আকাশে আরতী রজনীতে,,,
...আমরা নাকি আমি না তুমি আর আমি
চল বেরিয়ে পড়ি পরিযায়ী হয়ে চুপচাপ!!!
সেই পথে যেখানে একটুকরো প্রেম
ছড়িয়ে ছিটিয়ে নির্মমতার সৃজনী কাব্যে।।
....ফেলে আসা হারানো সুরের মায়ায়,
এই নির্মমতার ব্যারাক ছিড়ে আপ্লুত জ্যোৎস্নায়
অতঃপর জ্যোৎস্না স্নানে পবিত্র হব....।
!!!পথের কথায় মনের ব্যাথায় আমার গহীন অরন্যে
চলনা বেরিয়ে পড়ি চুপচাপ.।।হারিয়ে যায়,
যেখানে পাহাড়ি ঝর্ণার মত জ্যোৎস্নাবয়....।।
আসমানের নীলের মত যেখানে ছড়িয়ে পড়ে রাঙা আলো
স্নাত জলের ফোটায় কদম ফুলে ফুলে...
নিস্তেজ হয়ে পড়া অপরাহ্ণের সুর
তুমি আমি গহীনে শব্দের মত বালুচরে
চলনা বেরিয়ে পড়ি চুপচাপ অজানায়
তোমার আমার নতুন ঠিকানায়.....।।।।।
-(২২.০৭.২০১১