আমি আর কবিতা লিখবো না,
যদি তুমি কবিতা পছন্দ না করে শিশির পছন্দ কর,
তাই তোমার জন্য দূর্বা ঘাসের ডগায় শিশির জমায়
তুমি শিশিরে পা ভিজিয়ে হাটবে আমার শিশিরের আধারে......
আমি আর গান গাইবো না
যদি তুমি গান পছন্দ না করে ফুল ফোটার শব্দ পছন্দ কর,,
তাই তোমার জন্য অতশীর ফোটা শব্দ জমিয়ে রাখছি
তুমি ফুল ফোটার শব্দে নতুন সুর তুলবে আমার ভূবনে।।।
আমি আর সকালের সূর্য পছন্দ করি না
যদি তুমি সকালের সূর্য পছন্দ না করে গোধূলী রাঙা সূর্য পছন্দ কর,
তাই তোমার জন্য আমি গোধূলী তৈরী করি প্রতিটি বেলা শেষে
আমি গোধূলী রাঙা আলোয় মাতিয়ে তুলবো তোমার দুটি চোখ........।।।।
এই যে আমার ভালো লাগার প্রতিটি চরন,,
উৎসর্গ করলাম তোমার দুটি লাজ নয়নে।
বিশ্বাস কর আমি মধুসূদন নই,
আমি দেবদাস কিংবা শাহজাহানও নই
আমি তোমাতে লুকিয়ে থাকা এক ফোটা অশ্রু..........
আমি কান্নার ছলে ছড়িয়ে পড়া তোমার হাসি
আমি নিশ্বরে বিশ্বয় বিধাতার জয়।।।।