হাল্কা মেঘের বুক চিরে
যেমন উঁকি দেয় আকাশটা
মনের হাজার চিন্তা সরিয়ে
তেমনি ভেসে ওঠো তুমি ………
সাদা কালো লাল নীল
হাজারো রঙের রামধনু
সব রঙ হার মেনে যায়
তোমার কাছে
স্বপ্নটাকে নিজেই
যাচাই করি বার বার
তবুও
তা জানায়
স্বপ্ন ন্য় কিছু
সবই সত্যি ……