ভাষার বিড়ম্বনা নয় ,নয় কোন ধর্মের
সৌজন্যের মিথ্যা বেড়াজাল
জড়িয়ে নেয় প্রাণবন্ত অনুভূতি
স্বচ্ছ সরোবরে যে ছবি বিম্বিত
সেখানে কেন লক্ষণ রেখা
বিভেদ সৃষ্টি করে কৌলীন্যের দাবিতে
অথবা দাবির সামনে দাঁড়িয়ে
সে হেসে হাত বাড়িয়ে দেয়
মঞ্জরিত মুকুল সুবাস ছড়ায়
পড়ন্ত বিকালের নিমগ্ন গোধূলিতে ।
জাগরণের উচ্ছ্বাস চুর্ণ বিচূর্ণ হয়
পারিপার্শ্বিক সচেতনার দোহাই মনে রেখে
নাভি ঢেকে যায় গঙ্গাজলে তবুও
তৃষ্ণার আকুতি কিছুতেই সমাপ্ত হয় না ।
ভাবনার হাজার শতদল এলোমেলো করে
সেখানে কোন ভাষা নেই ধর্ম নেই
আছে শুধু কাছাকাছি প্রাণের বল্লরী
দেয়া নেয়া একাকার সৌখিন মজুরিতে ।