রক্তের দাগ
রক্তের নদী সাঁতরে পাড়ে এসে ছিলাম
সর্বাঙ্গে নোনা রক্তের পাঁশুটে গন্ধ
নিঃশ্বাস বন্ধ করে শুধু সাঁতার কেটেছি
ভুলে গিয়ে অতীত বর্তমানের দ্বন্দ্ব ।
চেয়ে দেখিনি কার হাতে আমার হাত
কার পোশাক নিয়েছি শরীরে জড়িয়ে
রক্তের নদী সাঁতরে সবটুকু রং যদিও
তখন গিয়েছে একেবারেই হারিয়ে ।
অবলোকন করি এক নতুন সূর্য
প্রতিবাদের গর্জনে সদা চঞ্চল
আশ্বস্ত হলাম নিজে নিজের কাছেই
উদ্ভাসিত হল নব প্রভাতের রবি
চারিদিকে নাকি সকলেই হাস্যময়
অবাক হয়ে চেয়ে দেখি আমার শরীর রক্তাক্ত
শুকিয়ে যায়নি পাঁশুটে গন্ধটা তখনো রয়েছে !