রাতের দুন্দুভি
রাত্রের দুন্দুভি যখন বুকের ওপর বসে
একটা একটা অতীতকে খুঁড়ে আনে
পাষাণী অহল্যা বুঝি কেঁদে ওঠে
অনাদিকালের আদিম গুহা থেকে ।
এখানে দম বন্ধ করা বাতাস
তখনি বুক চিরে বের হতে চায়
খিল আঁটা দুয়ারে তখন চরম লালসা ।
নিজেকে আড়াল করে নেবার বাসনা
নিজেকেই ডানা মেলতে বলে অকারণ
প্রচুর্যের নিবিড় দোলাচলে ।
তুমি হাত রাখ বারান্দার রেলিং এ
সিলুয়েট ছবির মতো অথচ
জীবন্ত প্রেম খেলা বন্ধ করে দেয়
অবহেলার বেদনা বুকে চেপে ।
রাতের দুন্দুভি কেঁদে ওঠে অঝোরে
বুকে মুখ লুকিয়ে কেঁদে বলে
তোমাকেই আমি ভালবাসি !
ভি