প্রতি নিয়ত উড়ে যায় এ ডাল ও ডাল
চোখ রাখে জবা বেলি টগরের গাছে
বলতে পারো মোকদ্দমা জিতে যেতে
আর কত দিন বাকি আছে ?
ফেলে আসা জীবনপাত্র
তুলে নিতে কতজন যায় আসে
নিশ্চল নিশ্চুপ থেকে যায়
ভগ্নাংশ সময়ের নিঃস্তব্ধ নিঃশ্বাসে ।
এখানেই জমা হয়ে যায় কত কথা
এখানেই ভেঙে যায় জটিলতার মেঘ
একটু একটু অঙ্কুরোদগম ঘটে
বহুদিন আগের ফেলে আসা আবেগ ।
মেঘ উড়ে যায় মেঘের দেশে
সঙ্ঘাতের সঙ্কেতবার্তা বুকে নিয়ে
কণ্টকাকীর্ণ পথটুকু পেরিয়ে যেতে
প্রতীক্ষায় কাটে দিন কাটে সময়।