আর কথা বলার সময় নেই
আমি এখন ওয়াকিং- এ যাচ্ছি --
চলার ছন্দে চাইনা তোমার কথার ছন্দ
মিলিয়ে দিতে –তাই
কিছুটা সময় থাক বিরতি পর্ব ।
বিরতি—সত্যি ই কি তাই হয়
বিরতির অনুভব আরও বেশি জটিল
মনকে টেনে রাখে যান্ত্রিক আবর্তে
পায়ের তলায় ঠেকল যেন কি !
ওমা ! এযে ছোট্ট এক পলাশ !
আমার পদপিষ্ট হয়ে মুছড়ে পরেছে ।
এই সেই পলাশ ............
ও বলে আমার চোখ নাকি
রঙিন পলাশের মতো !
চলার ছন্দে তার ভাবনাকেই পদপিষ্ট করলাম !
কথা বলার সময় নেই –
ওয়াকিং- এর ব্যস্ততায় আমিই বিচ্ছিন্ন হয়েছি
বিরতি নিয়েছি তার কাছে — কিন্তু...............
তোমার পলাশের বর্ণনা আজ দেখছি
আমার দুহাতের মধ্যে তোমার পলাশ
আমার হাতের উষ্ণতায় তাকে সজীব করছি
এখন সে আর শুধু মাত্র পলাশ নয় –
আমার একান্ত স্পর্শের মাঝে “তুমি ”
একমাত্র --তুমি !