কারখানার গেট বন্ধ হয়ে গিয়েছে
সামনে রাস্তায় সারি সারি মুখ
সেখানে কোন উজ্জ্বলতা নেই
অন্ধকার জমে আছে চোখের কোলে ।
একথা সবাই জানে তোমাকে রোজকার করতে হয়
পায়ের সস্তার চটিটা দিনে দিনে ক্ষয়ে যায়
তুমি কিন্তু একটু একটু লাবণ্য হারাচ্ছ
একথা বুঝি কেউ তোমাকে বলেনা ?
তোমাকে দেখেছিলাম গ্রামের আলপথে
সেখানে কত স্বাচ্ছন্দ্য সেখান মেখেছিলে
আজ  শহরের ইঁট কাঠ পাথরের বুকে
তুমি এক মৃত বৃক্ষ মাত্র ।