অপেক্ষার অপরাহ্ণ
দেওয়ালে গাঁথা আছে কটা মুখ
সেখানে আমার তুলি ছুটে যায়
পড়ন্ত যৌবনের মস্করা সারা গায়ে মেখে
জ্যোৎস্নার আলিঙ্গনে বার বার নিজেই হারাই
তোমার অলঙ্কার আমার শরীরে বিঁধে যায়
সৌরভের আতিশয্যে আসে নোনা রক্তের স্বাদ
হৃদয় ঝলসানো মাংস ভাগ করে নেয়
রক্ত চোষা কিছু অতি বিপ্লবী
মাথা নুয়ে পড়ে পালা বদলের ইতিহাসে
বিপ্লব তোর উঠে দাঁড়াতে এখনো অনেক দেরী
উচ্ছেদের মামলাটা আর একটু পেকে উঠতে দে !!!