শাশ্বত সময়ের বন্দনা
ঋজু বেদনার অনুভূতি
গ্রাস করে নেয়
একান্ত লোকাচার মেনে
যাপিত হয় প্রাত্যহিক জীবন
রুদ্র ভৈরব জেগে ওঠে
একরাশ সৃষ্টির উন্মাদনায়
কেউ জাগে কেউ নিদ্রা যায়
সময়কে উপভোগের তাড়নায়
একটা অসীম শূন্যতা এগিয়ে আসে
আমার প্রেয়সী হয়ে
দুহাতের আলিঙ্গনে যে অনুভব
সেখানে বাড়তি মেদের প্রভাব
কাছে থেকেও দূরের অনুভূতি
শাশ্বত সময়ের বন্দনা
চলতেই থাকে !