যে জলছবি জমে আছে তোমার চোখের পাতায়
সেখানে নতুন বসত করা কি মানায়
বিরহের লতা গুল্ম ভীড় জমালেও কিছুতেই
এড়ানো যায় না , বড়ই কঠিন
জয়ের মিছিলে অজস্র ভীড়ে
তুমিও মিশে ছিলে জানি অথচ
পতাকার আড়ালে হারিয়ে গেলে যখন
তখন তো অন্বেষণের অবকাশ ছিল না ।
মন্দাক্রান্ত সময়ের প্রাচুর্যে বার বার মনে হয়
ব্যর্থ এই অবধারিত নিশানা
কিছুতেই জন্ম নেয় না নতুন প্রজন্ম
অস্তিত্বের গ্লানিটুকু মুছে ।
চারপাশের সীমাহীন চাহিদা চীৎকার করে
প্রহসনের সিঁড়ি ভাঙা অংক শুরু হয়
সেখানে সামনের সারিতে নেতৃত্ব
মতলব করে নিজের ঘরে ফসল তোলার ।
একটা একটা জলছবি ভেসে ওঠে চোখের পাতায়
তোমার অস্তিত্ব লজ্জা পেয়ে যায়
নতুন বসতে জন্ম নেয় নতুন ভালোবাসা
খুদ কুঁড়ো পেটে নিয়েই শুরু করে জীবন ।