মেধা আর আত্মবিশ্বাস কাকে বলে আমি জানি
জানি সেই টানাপোড়েনের দিনগুলো
যেখানে এক মৃত্যু পথযাত্রী মানুষের আর্তি
আজো ধরা আছে রিপোর্টের কার্ডে ।
কিছুতেই পারিনি দূরে সরে যেতে কিন্তু
বার বার আঘাতে আমি তো ছিন্নভিন্ন
এখানে কোন ভালবাসা বাসা বাঁধে না ,কারণ
ভালোবাসা প্রেরণা জোগানোর মানুষ মজুত ।
আমার ঈশ্বর আমায় টেনে আনে মাটির কাছাকাছি
যেখানে বন্ধুত্বের কোন হুমকি নেই
নেই বন্ধুত্ব রক্ষার কোন চোখ রাঙানি ,
যদিও জানি আমি ভেসে যাচ্ছি সম্পূর্ণতার দিকে !
একবার আকাশের দিকে তাকাও, একবার নিজের দিকে
নিজেকে সান্ত্বনা দাও প্রাপ্তির সম্পদে
আর সেই শাঙ্খচিল উড়ে যাক মেঘের মিনারে
না ফেরার দেশে, যেখানে সম্মান হারাবার কোনো দায় নেই !
--০--