জয়পুরিয়া কলেজের গেট পেরিয়ে
পায়ে পায়ে বেড়িয়ে এলো এক ইরানী শরীর
সেখানে ব্যস্ততার নিদারুণ ঝলমলে মেজাজ
আরও কিছু গতানুতিক দায়ভার এড়িয়ে
নীল নীলিমায় ডানা মেলার উচ্ছ্বাস ।
প্রখর স্মৃতিশক্তি দিন দিন ধারালো হয়
স্তবকের সিঁড়ি ভাঙা অংক অতি সহজ
কালো কালো অক্ষরের জঙ্গলে দুই পা বাড়ায়
পিছনে ফিরতে রাজী নয় আদৌ ।
সামনে অনন্ত নীল সমুদ্র -----
মাথার ওপর নক্ষত্রখোচিত রাত্রি
হাসিতে অগুনতি মুক্তার ঝর্না তুলে
সে স্তব্ধ করে দেয় অগুনতি জনতা ।
সময়ের সাগরে ভাসতে ভাসতে অতিক্রান্ত
সাতটা বছর ---- আজ হঠাৎ
ছিটকে বেড়িয়ে এলো সেই ইরানী শরীর
দৃষ্টি থমকে যায় বুক ফেয়ারের মুক্ত-মঞ্চে
জয়পুরিয়া কলেজের সেই হারানো স্মৃতি
ঘুম ভেঙ্গে জেগে ওঠে !
আকাশ বাতাস জনকোলাহল বই এর মেলায়
আমি ছুটন্ত এক মহাকালের ঘোড়া
থমকে থেমে চেয়ে থাকি----
আলোকসজ্জিত মুক্ত-মঞ্চের দিকে ।