তুমি তো পৃথাগোরাস- এর পথযাত্রী
আমি তো চাই না জনতার ভীড়
আমি চাই না কথার কৌলীন্য
আমি চাই নিস্তব্ধ নির্জনতা
যেখানে হৃদয় বিকশিত হয়
আমি তো সূতোয় বেয়ে চলা জীবন
আমি তো অনিত্যময় অনুভূতি
আমি জানি সূর্যের দূরত্ব
তবুও ইচ্ছা করে মেপে নিতে ।
বল তো আমার আলোকরশ্মি
কোন পথে ধাবিত ?
আমি জানি সরলরেখা মিলিত হয়না
তবু চাই সীমার সাথে অসীমের মিলন ।