চোখের সামনে দিয়ে ট্রেনটা চলে গেল
একটা ছবি অদৃশ্য হ’ল ক্রমশঃ
কিন্তু মনের কোণে যে ছবি বদ্ধমূল
তা কি সরানো যাবে কোনদিন ?
প্রতিদিন হাজার হাজার উল্কাপাত হয়
কয়েকটা পৃথিবীর বুকে আঘাত করে -–
অধিকাংশই জ্বলে ছাই হয়ে যায়
পৃথিবীর মাটিতে আছড়ে পড়ার সুযোগ হয় না ।
কিন্তু তবুও আছড়ে পড়ে –
যেমন আছড়ে পড়ে মনের মাটিতে মন
সেখানে আগুন নেই আছে আঘাতের অনুভূতি
অজান্তে আনমনে হঠাৎ -- মনের মাঝে
জীবন্ত পদ্মের মতো ভেসে ওঠে !
কত নামে চিনবে জানবে তাকে
সাবলীল জীবনের প্রতি বাঁকে বাঁকে
কিন্তু শুধু বলি –
কবে আসবে ফিরে তুমি ?