জড়ায় আঁচলে বার বার
কেন প্রশ্নেরা বার বার প্রশ্নের মুখে পড়ে
দুরন্ত নদী হোঁচট খায় রুক্ষ পাথরে
একটা নীরস প্রাণেও করুণা জাগে
যেমন জাগে প্রতিদিনের সকাল ।
আমার হাত আলগা হয়ে আসে
বিস্ময়ের ঘোর কিছুতেই কাটতে চায় না
পরাজিত সৈনিকের মতো শ্বাস টেনে চলি
দ্রাঘিমারেখার প্রতিটি পর্বে
নষ্ট সময়ের কিছু জঞ্জাল
পড়ে থাকে রাজপথে বিলাসের সুগন্ধে
একটা জীবন ক্ষয়ে যায় নরম বিছানায়
শুধু মুদ্রার শব্দ শুনে শুনে।
আজ কেন আকাশের দিকে চোখ চলে যায়
কেন ভাবনারা পাড়ি দেয় অনন্ত সাগর
তোমার পৃথিবী তো আমার জানা
তবু কেন বার বার আঁচলে জড়িয়ে যায় ?