পেরিয়ে এলাম একটা ভুলের নদী
অপরিচ্ছন্ন শ্যাওলার দাম জড়িয়ে নেয়
বড় আপন করে অথচ প্রাণ সংশয় ঘটে
বুঝতে সময় লেগে যায় অনেকটা ।
নাগপাশের মতো বন্দি করে পদ্মের নাল
জেগে ওঠে অতীতের হারানো স্মৃতি
আমার অবুঝ মন চোখ রাখে পদ্ম পাতায়
মনের অস্তিত্ব নাকি সেখানে বড়ই বেমানান!
ধাপে ধাপে ওপরে উঠার যে সিঁড়ি
সেখানে তৈরি এক মস্ত ফাটল
গিলে নিতে চায় সংশয়ের অবশিষ্ট কিছু
আর তখনই ঘটে প্রত্যয়ের মহা বিস্ফোরণ।
আমি নেমে যেতে পারি সিঁড়ি ভেঙে
তৃষ্ণার্ত মন মূক বধির হ্য়ে যায়
সর্বজয়া জিতে যায় কঠিন লড়াই
যা জমেছিল কালের বাতাসে ।