তুমি দাঁড়িয়ে ছিলে ভলভো বাসের মাঝখানে
বার বার মাথা ঠুকে যাচ্ছিলো
আমি দেখছিলাম --- শুধু দেখছিলাম
শরীরটা কেমন কেঁপে কেঁপে উঠছে ।
আজ তোমার শরীরে জিপসি পোষাক
তুমি অনেক স্বচ্ছন্দ সাবলীল
যখন আলোর বৃত্তে তোমায় দেখি
কি অপরূপাই না লাগে তখন ------
প্রসারিত দুই হাত যেন এক অ্যালাবাট্রাস
উড়ে বেড়াচ্ছে সমস্ত প্রেক্ষাগৃহে
ডেক চেয়ারে বসে থাকি ভয়ে ভয়ে
যদি হঠাৎ তোমার ডানার ঝাপটা খাই !
নির্দিষ্ট স্টপেজ এসে গেল --- তুমি নেমে গেলে
মনটা ছুটলো জিপসি হয়ে
রুক্ষ বালি খুঁড়ে দেখতে ইচ্ছা হয় মাঝে মাঝে
যদি হঠাৎ জলের দিশা পাই !