যে কুসুম ফুটে আছে
দূর দূরান্তে সকলের নজর এড়িয়ে
অঘ্রাত সে কুসুম স্বপ্নময়
এক দংশক ক্ষত করে দিয়েছে তাকে
তবু সে হয়নি মলিন স্বকীয় মহিমায়
আমি দেখেছি সে পুষ্প আজ
একান্ত আপন করে ।
হিম ঝরা পৌষের রাতে সে
মেলেছিল বর্ণময় শতদল স্বকীয় মাধুর্যে
স্বর্গীয় সে রূপ দেখেছি আমি
আপনার হৃদয়ের পরতে পরতে
সেখানে অঙ্কিত যে ছবি কি করে
মুছে দেবো তাকে এ বোধ অকল্পনীয় ।
বিবর্ণ এ পৃথিবীর সব রং নিয়ে সে
বিকশিত হয়ে যাক নব জাগরণে
সবাকার মাঝে আমি থেকে যাবো
একান্ত আড়ালে দেখব
সে জেগে আছে নব কলেবরে ।