চেয়ে দেখেছি প্রত্যন্ত দিনের আলোয়
অসংখ্য অবহেলার বুদবুদ
ভেসে আছে লবণাক্ত ঢেউ এর বুকে
যেখানে টুকরো বিশ্বাস ধাক্কা খায়
মাথা গুঁজে বেঁচে থাকে ধুঁকে ।
আজন্ম দাসত্বের ইজারা কার হাতে
শরীরে কার চাবুকের দাগ
খুঁজে নিতে চেয়ে এখানে ওখানে
বার বার নিচে নেমে গেছে
রোগগ্রস্ত জীর্ণ অভাবী বুকে ।
এখানে গভীরতাহীন নদী
তবুও পাড় ভাঙে অবিরাম
আমাদের টুকরো ভালবাসা
ভাগ করে অনন্ত আগ্রাসে
বাকীরা মৌতাত করে পরম সুখে ।
আমি চেয়ে চেয়ে দেখি আর দেখি
বুকের উষ্ণতা ধার করিনা লজ্জায় তবুও
একমুঠো স্বচ্ছ ভালবাসা গেঁথে দিতে গিয়ে
প্রাচীর যা তুলাছি দিনের পর দিন
নির্দিষ্ট সময়ের আগেই তা গিয়েছে বেঁকে ।