ফুরিয়েছে বন্দরের কাল
আমি হতে চাই মুখোমুখি
একান্ত বিনীতভাবে
সেখানে নেই কোন দম্ভ অহংকার
আছে অসংখ্য স্তূপ শুভ কামনার ।
আমার ভাবনারা মাথা কুটে যায়
কিছুতেই মেলে না স্পর্শের অধিকার ।
এ কোন শক্তি যে বার বার জাগিয়ে দেয়
ব্যর্থ প্রাণের সব নিরাশাকে জলাঞ্জলি দিয়ে
স্বপ্নময় আবেশে প্রশ্ন জাগে একি সত্যি
প্রশ্নের অমোঘ উত্তর আসে সব সত্যি !
ভাবনার সৌরভে মাতোয়ারা হয়ে
নিজেকে নিজেই দেখি বাস্তব দর্পণে
সময় এসেছে , এসেছে জোয়ার
ফুরিয়েছে বন্দরের কাল
তুলে দিতে হবে পাল
ভাসাবো তরণী আগামী প্রতিজ্ঞার
ছিনিয়ে নিতে নতুন সকাল ।