একটা প্রেমের জন্য / জয়ন্ত বাগচী
পড়ন্ত বিকেলের ঐ সূর্যাস্ত
গাছের ফাঁক দিয়ে আসা হলুদ রশ্মি
তোমাকে অচেনা করে দেয় ।
অরণ্যপ্রাচীন সবুজেরা চেয়ে থাকে
বায়ুমিশ্রিত শিমূল পলাশের দুষ্টুমিতে
লজ্জারুণ মুখটা লুকিয়ে পড়তে চায়
বাসনাহীন ভাবনার চোরকুঠুরিতে ।
উত্তরায়ণের ক্রান্তিকাল মনে করিয়েছিল
তোমার শুভ্রতার প্রান্তসীমা স্পর্শ করে
স্তাবকতাহীন চৈত্রের আনমনা বিকেলে ।
আইসক্রিমটা নিঃশব্দে গলতে থাকে
পূব পশ্চিমের মিলনাভা সমস্ত শরীরে
সমাপ্তি সংগীত বাজার মুহূর্তেই
কে একজন বলে ,একটা প্রেমের জন্য
হাজার বার জন্ম নেওয়া যায় !