।। এ পৃথিবী চেনে ।।
*** জয়ন্ত বাগচী ।
পথ হেঁটে চলে
গ্রীক ভাস্কর্যের প্রতিটা রোমকূপে
লুকিয়ে হানা দেয় সংবেদনশীলতার
নির্জন শিখরে ।
তবুও বার বার কান্না ঝরা বুক
হাহাকার আঁচলে জড়িয়ে
ফিরে ফিরে চায় ।
হংস ব্লক ডানা ঝাপটায়
খসে পড়ে দু একটা পালক
গন্ধ নিয়ে সেই জীবনের
যেখানে বসন্ত বাতাস মিশে যায়
ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে ।
আজ হঠাৎ দেখি ছিঁড়ে গেছে
বন্ধনের দুর্ভেদ্য গ্রন্থিসকল
কঠিন ধাতুতে মিশে হয়ে গেছে স্থির
হাসিটুকু মুখে নিয়ে রহস্যের রানী
যাকে এ পৃথিবী চেনে মোনালিসা নামে ।