যে দিন প্রতিচ্ছবি হয়ে
দিন রাত সময়ের গণ্ডি পার হয়ে
সে নেমে গেল সেদিন
চলতি গাড়ীর ছোট্ট কামরা থেকে ।
যেখানে সবুজের হাতছানি
পরিণত হবার অপার সমুদ্র
সেখানকার তরঙ্গ হেলে দুলে
দেখায় আর দেখায়
স্পর্শ নেওয়ার কোন নিয়ম নেই ।
নিয়মের লোনা সমুদ্র জমাট বাঁধে
থরে থরে সাজানো জীবনের দিন
একটা দুটো করে ঝরে পড়ে
হেমন্ত অথবা বসন্তের ভোরে
এখন আর প্রতিচ্ছবি নয়
সম্পূর্ণ একটা ছবি
আমার চোখের সামনে ।