বৃষ্টি

সূর্য  ওঠা ঝলমলে সকালটা দেখেছিলাম
ভুলে গিয়েছিলাম গত রাত্রের হিসাব
জোনাকিরা প্রশ্ন করেছিল চুপি চুপি
তোমার  বৃষ্টিকে  কোথায় রেখে এলে আকাশ ?
বৃষ্টি বড়ই  অসহায় কেবলই ঝরে পড়ে
বেদনার শুভ্র শতদলে মুখ   লুকিয়ে কাঁদে
কবিরা কল্পনায় ডেকে যায় অবিরত  ।
অন্ধকারের বুক চিরে নেমে আসা বৃষ্টি
বুকের উত্তাপ নিতে নিথর হয়ে যায়
লজ্জারুণ চোখে চোখ রাখতে সাহস পায়না
অথচ গোটা শরীর জুড়ে অবহেলার চিহ্ন  
কেউ দ্যাখেনা তা খুঁটিয়ে
সে ঝরে পড়ে শুধু  ঝরেই  পড়ে  !
আজ সেই বৃষ্টি খান খান হয়ে গেল
সেতারের ঝংকার মনের কোণে  কোণে
সে ঝরে পড়তে চায় না আকাশের বুক থেকে
অথচ সবাই জানি সে আকাশের ---
বুক থেকে  নেমে আসে নিঃশব্দে ফোঁটায় ফোঁটায়  !