সব ছেঁড়া ছেঁড়া সুখ ভেসে যায়
বৈশাখের কালবৈশাখী ঝড়ে
নিদারুণ চপলতা মাদকতা মিলেমিশে
একাকার হয়ে যায় ।  

খন্ডিত সকল  ভালোবাসা জুড়ে নেবার চেষ্টা
প্রাণিত করে একান্তভাবেই
তবুও ফেলে আসা স্মৃতি বিচ্ছিন্ন করে দেয়
বর্তমানের সব  নতুন ভালোবাসাগুলোকে ।

বৈশাখী ঝড়ের দাপটে ভেসে যাওয়ার ভয়
তাড়িত  করে অহর্নিশি
আকুল    প্রার্থনা  জাগে প্রাণে মনে
নৈকট্যের দূরত্ব না যেন বেড়ে ওঠে!

নোঙর যেমন নৌকাকে ধরে রাখে
দোলখায় এদিক ওদিক চরম বিপর্যয়ে
তবুও নোঙর  ছিঁড়ে ছুটতে পারে না

ঠিক তেমনি ভাবেই ঠিক তেমনি করেই ।