আর্ত চীৎকার
ভাবনারা লুকিয়ে থাকে
মনে গভীর কন্দরে
আলুথালু জীবনের সব হাহুতাশ
জ্বালিয়ে নিয়ে বেড়ায় যৌবন
তাকে লুকিয়ে রাখতে চাইলেও
সে অনড় দ্বিধাহীন নির্লজ্জ
মাথা তুলে দাঁড়ানোই তার ধর্ম
সেখানে মনের পূজা সমাপনে
প্রচণ্ড বিদ্যুতের সঞ্চার হয়
মেঘের গর্জন আর ঘর্ষনের বারিপাতে
একসময় হিমশীতল করে দেয়
আমার আমি কে খুঁজে পেতে
নেমে আসে প্রগাঢ় ঘুম
সেই ঘুমে স্নান করে অনুরাগ
একটু একটু করে নেশা কেটে যায়
হঠাৎ কোন এক আর্ত চীৎকারে ।