ঝরা পাতার কান্না শুনতে শুনতে
যে বাতাস বুকের তন্ত্রী ছুঁয়ে গেল
তাকে সযত্নে হাতে তুলে নিতে নিতে
শুনতে পাই---- তোমায় দিয়ে কিছুই হবে না ।
বারোমাসের বয়ে চলা স্রোতে
স্নান করতে অসুবিধা হয়না
হয়না পিষে নিতে শেষ বিন্দুটুকু
অথচ উপসংহারে সেই সার বানী
ভেসে ওঠে প্রতিদিন বুকের ওপর !
যে শিশু হামাগুড়ি দেয় আগামী দিনের জন্য
তার হাত ধরা মনুষ্য জাতির ধর্ম
অথচ তোমার ধর্মে তুমি লজ্জাহীন
যৌবনের স্বাদ নিতে নেই অনীহা ।
আশ্বিনের ঝড় ওঠে দশদিক কাঁপিয়ে
ভেঙে দেয় অজস্র গাছের ডালপালা
দুএকটা বটবৃক্ষ যদি উৎপাটিত হয়
চেয়ে দেখবে কি সেই পতনযজ্ঞ ?
এবার নিজের দিকে তাকাও
কৃতকর্মের ফসলের দিকে তাকাও !
একবার তো বলতে পারো, তোমার হবে
তোমাকে দিয়েই হবে আগামী উৎসব !