কেন সরিয়ে নিলে স্পর্শের মুহুর্তে
অচ্ছুত করে দিলে সামজিক দোহাই দিয়ে অথচ
তোমার বাতাস আমার বাতাসে কোন তফাৎ নেই
তবে কেন দ্বিধার এ সীমারেখা !
না তুমি যতই বলো না কেন
একটা অচেনা আলপিন ফুটে যায় মুহুর্তে
বেলুনটা ফেটে যায় তবুও
তোমার চোখের বিস্ময় কাটে না !
স্মরণ করিয়ে দেন বিজ্ঞজন
আবেগের ঝড় উন্মোচনে বড় দায়
আমার বিপন্ন আবেগ ভাসতে ভাসতে
থেমে যায় একান্তে নির্জন কিনারায় ।