স্মৃতির পাতায় লেখা হলো কথা,
বাংলার মাটি, বাংলার ভাষা,
আজও বাজে সেই গান, সেই কথা।
শহীদদের রক্তে রঞ্জিত পিচঢালা পথ,
রক্তে রাঙা আমাদের ইতিহাস,
মননে রক্তে গড়া বর্ণমালার চাষ।
শহীদ মিনারে আজও প্রতিশ্রুতি,
জীবনের মূলমন্ত্র হলো ভাষা মুক্তি,
বাংলা আমাদের অহংকার, আমাদের শক্তি।
তাং ২ ফেব্রুয়ারি ২০২৫