এখন চলছে ভানুমতির খেল,
স্বার্থের তরে কে কারে মারছে তেল!
সুযোগে পিঠে বিঁধায় দু'ধারা চেল,
আজব মানুষ, এ দুনিয়ায় দেখায় খেল।
মালা গাঁথে সম্মান খাতিরে কাগজের ফুল,
এখন কে কারে মানে, সুযোগে ফুটায় হুল।
তুমি আর আমি পুতুল সেজে থাকি আজ,
কতো অজ্ঞ, সেজে দক্ষ করে যাচ্ছে কাজ!
লোক দেখানো সবকিছুই চলছে বর্তমানে,
সাধারণ মানুষেরা হাসছে, তারা কি জানে?
ওরা এখন নিজের ঢোল, নিজেই পেটায়,
নিজের দাম বাড়াতে, নিজেই তালি বাজায়।