ভালোবাসা! ভালোবাসা!!
এ যুগের ভালোবাসা,
এখন মেড ইন চায়না।
ছোট ছোট কথায়,
দু-চোখের মিষ্টি ইশারায়,
আর ধরে রাখা যায় না।
নির্মল প্রশান্তি দূরের কথা,
সুযোগে হৃদয়ে মারে গুঁতা,
আর চায় ভরি ভরি গয়না!
মনের সাধ,বাড়ি-গাড়ি,
দু'হাতে উড়ায় অর্থ কাঁড়ি কাঁড়ি
অজানা কাজে ধরে আরো কতো বায়না!
পাগল পাগল মনে,
সারারাত ব্যস্ত থাকে সেলফোনে,
আরো কতো সাজ করে চেয়ে চেয়ে আয়না!