রাত জেগে জোসনা
দেখে কি হবে আর,
মায়াবী এ সময়ে যদি
কেউ না হয় আমার।
বুকের জমি ভিজে যায়
যদি দু'নয়নের জলে,
আড়ালে মুছে ফেলে
দুঃখ কি ঢাকা যায় নিরলে?
আমার তুমি সারাক্ষণ
বলেই গেলাম বুক আর মুখে,
আজ তুমি, তুমি নেই
অট্টালিকায় করো বাস, আছো মহাসুখে!
পথের ধারে নাম না জানা নানান রঙের
ফুলগুলো ভালোবাসা ফেরত চায়,
দাবি শুনে নীরবে ক্ষমা চাই
যেহেতু আমি তো এখন নিরুপায়!