ভালবাসা হল
একসুরে গান গাওয়া,
যেখানে সব কষ্ট
একেবারে ভুলে যাওয়া।
ভালবাসলে মেঘে মেঘে
আলো আসে ভেসে,
দুরত্ব পেরিয়ে
মায়াবী ছায়া কাছে আসে।
ভালবাসার পথ
কখনো বাঁকানো, কখনো কঠিন,
কখনো সোজা,
কখনো কুসুমাস্তীর্ণ, কখনো ঠিকানাহীন।
ভালবাসা অদৃশ্য শক্তি
মনের উঠোনে নতুন ভোর,
হৃদয় মাঝে বাজে নতুন গান
সঞ্চার করে নতুন সুর।
চোখে চোখে দু'জনে
যে ভাষা বলে,
কথার মাঝে যেন
অচেনা অজানা হৃদয় মেলে।
সুখে-দুঃখে দু'জনায়
হাতে হাত রেখে একসাথে চলা,
প্রাণে প্রাণে খেলে যেন
অবারিত রঙের এক খেলা।
ভালবাসায় চোখে চোখে
আলো ছড়িয়ে যায়,
মিলনের সুরে সুরে
হৃদয়ের কপাট খোলে যায়।
ভালবাসায় জড়িয়ে থাকে
শান্তি আর ব্যথাতুর অস্বস্তি,
জীবন রঙ্গরসে ভরে,
প্রাণে প্রাণে আনে সঙ্গতি।
তাং ০৩ ফেব্রুয়ারি ২০২৫