অসৎ লোকের সঙ্গী হলে
পড়তে হয় গ্যঁড়াকলে।
স্বার্থ হাসিলের পরে
ছুঁড়ে ফেলবে ভাগাড়ে।

আঁধার পথের যাত্রীর সঙ্গী
খুলে যেতে পারে পরনের লুঙ্গি।
স্বার্থবাজ এ ধরনের অসৎ লোক
দেখে সহ্য হয় না অন্যের সুখ!

পড়লে ওরা আপদে-বিপদে
কাঁধে তুলে নিয়ে যাবে উল্টোরথে।
পার হইলে কঠিন সময়,
জীবন যাবে তোমার বিষাদময়।

সমাজে আছে ওরা ভুরিভুরি
কথা-বার্তায় ঝরায় ফুলঝুরি।
আড়ালে আবডালে করে খুঁড়াখুঁড়ি
অবশেষে ওদের হবেই ভরাডুবি।