করোনায় ১০ হাজার ছাড়ালো প্রাণহানি,
চলো, এবার হলেও স্বাস্থ্যবিধি মানি,
দু'হাত তুলে চাই খোদার মেহেরবানি।
থামছে না ভয়াল থাবা করোনার,
সব চেষ্টাকে বিফল করছো, সৃষ্টি তুমি কার?
তুমি ছাড়া গতি নেই, হে পরওয়ারদিগার!
সকলে এখন ব্যস্ত, করে শুধু আমার আমার,
মানবতা আজ বিধস্ত, কে আছে তা দেখার?
পৃথিবী জুড়ে হাহাকার, তুমি বিনে কে আছে আর।
আমার আছে জল, শুধু এ দুই চোখের,
কেউ কি আছে এ ধরাধামে, কথা শুনবে দুঃখের,
ওদের হেদায়েত করো, যারা ব্যস্ত গোছাতে আখের।