বাহ! দারুণ নেতৃত্ব,
করতে চায় কর্তৃত্ব,
সর্বদা করে পক্ষপাতিত্ব!
আমাদের নেতা তিনি,
বহুদিন থেকে তারে চিনি,
এতিম অসহায়দের জমি নেন কিনি!
পোস্টার আর ব্যানারে দেন ছবি,
এমনভাবে কথা বলেন যেন কবি,
ভাষণও দেন দারুণ সব আজগুবি!
মানুষেের দুঃখে কাঁদেন,
সুখে আনন্দে হাসেন,
তেলে আর তৈলে তিনি ভাসেন!
কথা ও কাজে নাই মিল,
তার কথায় কেউ হলে অমিল,
সুযোগ খুঁজেন মারার জন্য কিল!
মাঝে মধ্যে জেলেও যান,
ছাইপাঁশও কিছু কিছু খান,
বলেন, জেলে না গেলে বাড়ে না মান!
এলাকার থাকলে সংঘ সমিতি,
হতে চায় তিনি সভাপতি,
সভা সমাবেশে পছন্দ প্রধান অতিথি!
তিনি এখন করেন ঠিকাদারি,
চড়েন ডবল ই নাইন্টি গাড়ি,
শহরেও কিনছেন ফ্ল্যাট বাড়ি।
তিনি আমাদের নেতা,
কথার উপর নয় কথা,
কার আছে ঘাড়ে ক'টা মাথা?