অনেকে অন্যের হক মেরে
যাত্রা করেছে পরপারে,
যে সম্পদ হাতিয়ে নিয়েছে,
তার হিসাব ঐ মাঠে প্রদর্শন হবে রে।

অজুহাত ওখানে চলবে না
পূন্যের বদলে পাপ বিনিময় শেষে,
শূন্য হাতে শূন্যতায় যাবে মিলিয়ে
অন্ধকার গহ্বরে হবে ঠিকানা অবশেষে।

মহান রব কাউকে সেদিন
করবেন না নিমুখ,
স্বজন পালানো মাঠে,
ঠাঁই দাঁড়িয়ে ছাপরাবে বুক।

আজ বাহুতে বল
ঝুড়িতে অঢেল সম্বল,  
চারপাশে আবু জাহেলের উত্তরসূরী
মীরজাফরের প্রেতাত্মা সকল।