ঈদুল আজহা এলো,
চলছে করোনা মহামারি,
ত্যাগের উছিলায় করোনা
যেনো যায় এ পৃথিবী ছাড়ি।
জানি, পাপ ও পাপীদের ভারে
আজব এ দুনিয়াটা কাঁপছে,
লাভ ও লোভে ইবলিশরা
এ তল্লাটে দাবড়িয়ে বেড়াচ্ছে।
ইবলিশরা ডুবে মরুক
ভয়াল করোনার থাবায়,
বান্দারা দু'হাত তুলে আছে
প্রভু তোমার ক্ষমার আশায়।
তুমি বিনে কে বা আছে?
মায়াবী এ নিখিল ধরায়,
পাপসমুদ্রে সাঁতরানো
মানুষগুলো আজি নিরুপায়।
যম আর দমের মাঝে
নেই কোনো তফাৎ,
অদৃশ্য ক্ষুদ্র করোনায়
সকলেই কুপোকাত।
হে প্রভু! তুমি বিনে নেই
কারো কোনো শক্তি,
সুন্দরের পথে চলুক মানুষ,
পাক জরা থেকে মুক্তি।